৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:০১ অপরাহ্ণ
সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শিবচতুর্দশী ও দোল মেলা অনুষ্ঠানে সহায়তা হিসাবে চট্টগ্রাম জেলা পরিষদ মেলা কমিটির অনুকূলে ৭৫ হাজার টাকা অনুদান হিসাবে প্রদান করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মো. শাহাদাৎ হোসেনের কাছে অনুদানের একটি চেক জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ হস্তান্তর করেন।
আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন মেলা কমিটির সভাপতি ও ইউএনও মো. শাহাদাৎ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ও সদস্য আ ম ম দিলসাদকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আ ম ম দিলসাদ বলেন, সরকারের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের অংশ হিসাবে চট্টগ্রাম জেলাপরিষদ সকল ধর্মাবলম্বীদের সমান সুযোগ দিয়ে থাকে।
অনুদান প্রদানের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব বিবি জলি, মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা, দুলাল দে, পিন্টু ভট্টাচার্য ও অলক ভট্টাচার্য প্রমুখ।
পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ