৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কারখানা, গুদাম ও ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। অভিযানে অংশ নেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ও তার টিম।
ইউএনও শাহিদুল আলম জানান, অভিযানে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এর বিভিন্ন ধারার ব্যত্যয় করতে দেখা গেছে। যার ফলে ঘটতে পারে অগ্নিকাণ্ড, হতে পারে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি। তাই বেশকিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং অধিকতর ঝুঁকিপূর্ণ তিন প্রতিষ্ঠান- ১ নম্বর গেট ওয়ার্ল্ড ফার্নিচার গ্যালারির মহিনকে ২০ হাজার টাকা, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর ছড়ারকূল গ্লোবাল এন্টারপ্রাইজের ইমাম হোসেনকে ৩০ হাজার টাকা, ধোপার দিঘীর পশ্চিম পাড় কর্ণফুলী প্যাকেজিং লি. শ্যামলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ