চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বোয়ালখালীতে ঢাকা বেকারি সিলগালা, ৪ মামলায় জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি মামলায় সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ঢাকা বেকারি সিলগালা করে দিয়েছেন আদালত।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বোয়ালখালী পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৭ নম্বর পৌর ওয়ার্ডের বিছমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এ মো. সাকিবকে ৫ হাজার টাকা এবং মো. আলী আজগরকে ৫ শত টাকা, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ এ মো. সৈয়দকে ২ হাজার টাকট জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকবার সতর্ক করার পরও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় রায়খালী ব্রিজ এলাকার ঢাকা বেকারিকে সীলগালা করে দেয়া হয়।

 

পূর্বকোণ/পূজন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট