চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহেশখালীতে চোলাই মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার মালিক

মহেশখালী সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:২৮ অপরাহ্ণ

মহেশখালীতে চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে নুরুল আলম (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় তৈরি চোলাই মদ, মদ তৈরির উপাদান (ওয়াস) ও নানা সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ওই কারখানার মালিক নুরুল আলম সিপাহিরপাড়া এলাকার আবুল বাশার প্রকাশ বসরত আলির ছেলে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর। তিনি জানান, ভোরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তুলাতইল্লা ঘোনা নামক এলাকায় মাদক ব্যবসায়ী নুরুল আলমের মদের কারখানায় অভিযান চালানো হয়। এসময় ওই কারখানা থেকে ১৬০ লিটার চোলাই মদ, ১০০ লিটার মদ তৈরির উপাদান (ওয়াস) এবং মদ তৈরির নানারকম সরঞ্জাম উদ্ধারসহ কারখানা মালিককে গ্রেপ্তার করা হয়েছে। নুরুল আলমের নামে থানায় মাদকের একটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট