চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানবতার ওপর কোন ধর্ম নেই, আমি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী: বিদিশা এরশাদ 

বাঁশখালী সংবাদদাতা

৩১ জানুয়ারি, ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় মহাধর্ম সম্মেলনে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন জে এল ভৌমিক বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সঠিক নয়। সব ধর্মে একই বাণী একই কথা। স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের লোক মিলেমিশে একসাথে এই দেশ স্বাধীন করেছি। কিন্তু এখনো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) ঋষিধামে ৪র্থ দিনে মহাধর্ম সম্মেলনে সভাপতিত্ব করেন ঋষি কুম্ভ মেলার পরিচালনা কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। এতে পুরোহিত্য করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন জে এল ভৌমিক, অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার ও জাতীয় পার্টি    পুনঃগঠন প্রক্রিয়ার সভাপতি বিদিশা এরশাদ।

 

অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রতেন্দ্রু ভট্টাচার্য্য, এরশাদ কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো তানভীর ইকবাল, হুসেন মোহাম্মদ এরশাদ পুত্র এরিক এরশাদ। ভারতের বিভিন্ন স্থান থেকে আগত মহাত্মা মহারাজ ছিলেন নীলমণি মহারাজ, ব্রজব্লভ দাস বাবাজী মহারাজ, যোগগুরু রামসাগরজি মহারাজ, অনুরাগজী মহারাজ ও সচ্চিদানন্দ পুরী মহারাজ। ধর্মীয় সভায় বিভাস গুহ ও সুজন করের সঞ্চালনা করেন। ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশের স্বাগত বক্তব্য রাখেন। এতে আলোচনায় বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, প্রধান সমন্বয়ক তাপস কুমার নন্দী, শ্যামল দাশ, পরাগ দে, প্রদীপ গুহ, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, সুমন গুহ, সুব্রত দেব, স্বদেশ পাল, টিটন পাল প্রমুখ। জাতীয় পার্টি পুনঃগঠন প্রক্রিয়ার সভাপতি বিদিশা এরশাদ বলেন, মানবতার ওপর কোন ধর্ম নেই। আমি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট