চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফার্মেসিতে সরকারি ওষুধ বিক্রি, কক্সবাজারে লক্ষাধিক টাকা জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৩ | ১১:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রির অভিযোগসহ নানা অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় দুইটি খাবার হোটেলকেও জরিমানার আওতায় আনা হয়।

 

সোমবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া। অভিযানে মোট ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

পূর্বকোণকে তিনি বলেন, অনুমোদনহীন ও সরকারি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ঈদগাঁও বাস-স্টেশনস্থ আরাফাত ফার্মেসিকে ২০ হাজার, নুর জাহান ফার্মেসিকে ২০ হাজার, ঈদগাঁও মেডিকেল হাসপাতালস্থ ফার্মেসিকে ২০ হাজার এবং বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে ঈদগাঁও মেডিকেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ঈদগাঁও বাস-স্টেশনস্থ হোটেল আয়োজনকে ৩ হাজার ও শেরাটন হোটেলকে ৪ হাজারসহ মোট ১ লক্ষ ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল, কক্সবাজার জেলা ড্রাগ ইন্সপেক্টর রোমেল মল্লিক ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহর লাল পাল উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট