চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকায় ফার্মেসিকে জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৩ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরীর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এসময় ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আব্দুল মালেক ও নেজাম উদ্দীন নামে দুই ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করা হয়েছে এবং সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সুমন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট