চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে এম্বুলেন্স চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

মানিকছড়ি সংবাদদাতা

৩০ জানুয়ারি, ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তা পার হওয়ার সময় এম্বুলেন্সের চাপায় মাসাপ্রু মারমা (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাসাপ্রু মারমা উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমার ছেলে ও গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

 

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে স্কুলে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাসাপ্রু মারমাকে একটি লাশবাহী এম্বুলেন্স চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। এম্বুলেন্স নিয়ে তাৎক্ষণিক চালক পালিয়ে গেছে।

 

আবুল কালাম আজাদ আরও জানান, আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার।

 

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ জানান, লাশের সুরতহাল করা হয়েছে। অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট