২৯ জানুয়ারি, ২০২৩ | ৬:৩৯ অপরাহ্ণ
হাটহাজারী সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারী- নাজিরহাট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় খদিজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত খদিজা বেগম উপজেলার ২ নং ধলই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুরাদ হাজীর বাড়ির মো. আব্দুল হকের স্ত্রী।
রবিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মহাসড়কের কাটিরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মোশাররফ।
নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস চট্টগ্রামের দিকে যাওয়ার পথে কাটিরহাট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে থাকা খদিজা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক খদিজা বেগমকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/আরএ/পারভেজ