২৯ জানুয়ারি, ২০২৩ | ৪:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় তেলের ট্যাংকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রতন (২৬) প্রকাশ আহমাদ নামে এক নও মুসলিম যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হাসান (২৮) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত যুবক মিরসরাই থানার পূর্ব মায়ানি এলাকার বাসিন্দা ।
আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস। তিনি বলেন, মনসা বাদামতল এলাকায় চেয়ারম্যান কুমারের বাড়ির ঘাটা এলাকায় কক্সবাজারমুখী একটি তেলের ট্যাংকারের সঙ্গে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রতন নিহত হন। এ সময় হাসান নামের আরেক আরোহী আহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ