চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ৭৩ ঘনফুট সেগুন কাঠ জব্দ

কাপ্তাই সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৩ | ২:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে গভীর রাতে পাচারকালে ৭৩ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বনবিভাগ ও পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় সিদ্ধারঘোনা মারমাপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায় নি।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, যৌথ অভিযান চালিয়ে চাঁদের গাড়িসহ প্রায় ৩ লাখ টাকার সেগুন গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই গাড়ির চালক ও অন্যান্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।

 

রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধারঘোনা মারমাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৭৩ ঘনফুট সেগুন-গোলকাঠ ও রদ্দা জব্দ করা হয়। কাঠগুলো বাঙ্গালহালিয়া বিটকাম চেক পোস্টে হস্তান্তর রাখা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট