চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেন্টমার্টিনে ‘সমুদ্র জয়ে’র মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞপ্তি

২৮ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নৌ-বাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’। এ সময় বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান চালানো হয়েছে।

 

জানা গেছে, অভিযানে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের সমন্বয়ে ১৫০ জন নৌ-সদস্য অংশগ্রহণ করেছেন। এ সময় তারা পর্যটকদের কাছে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহবান জানান। একইসঙ্গে দ্বীপে যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক বর্জ্যের কারণে সৌন্দর্য্য ও জীব বৈচিত্র্যে ক্ষতিকর প্রভাবের কথা তুলে ধরেন।

 

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। মূল ভূখন্ড থেকে বেশ দূরে অবস্থিত হওয়ায় এ দ্বীপে স্থায়ীভাবে বসবাসরত প্রায় ৭ হাজার ৫০০ নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা অপ্রতুল। এছাড়া বর্তমানে পর্যটকদের ব্যাপক আগমনের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে চট্টগ্রাম নৌ-বাহিনী মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট