চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পটিয়ার বুড়া কালী মন্দিরের চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, মুকুট ছাড়া বাকি সব নকল!

পটিয়া সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে বুড়া কালী মন্দির থেকে চুরি হয়ে যাওয়া কিছু পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ধলঘাট ইউনিয়নের নন্দেরখীল আজাদ ক্লাবের পাশে একটি পুকুর পাড় থেকে এ সব উদ্ধার করা হয়।

 

প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় এক কিশোর জুমার নামাজের পর কবর জিয়ারত করে আসার পথে পড়ে থাকা একটি ব্যাগে স্বর্ণ সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয় যুবক বাবলু দেবনাথকে সেই ব্যাগের কথা জানায়। বাবলু বিষয়টা তাৎক্ষনিক স্থানীয় ইউপি সদস্য জুয়েলসহ কয়েকজনকে জানায়। এরপর দুপুর আড়াইটার দিকে পুলিশকে বিষয়টা জানানো হলে পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নন্দেরখীল আজাদ ক্লাবের পাশে পুকুর পাড় থেকে স্থানীয় চেয়ারম্যান টুটুন ঘোষকে নিয়ে উদ্ধার করেন।

 

উদ্ধারকৃত অলংকারগুলো ধলঘাট ক্যাম্প এলাকায় একটি স্বর্ণের দোকানে চেক করে দেখা যায় স্বর্ণের একটি তাজ (৪ ভরি ৫ আনা), রপার তাজ একটি ও একজোড়া রুপার বালা (মোট ১৭ ভরি ৫ আনা) ছাড়া বাকি সব অলংকার ইমিটিশনের।

ধলঘাট মন্দিরের পুরোহিত সাগর চক্রবর্তী বলেন, স্বর্ণের তাজটি ছাড়া বাকি অলংকারগুলো মন্দিরের না।

পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/রবিউল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট