চট্টগ্রাম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২৭ জানুয়ারি, ২০২৩ | ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ইটবাহী মিনি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, চন্দনাইশে ট্রাকচালক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে ১৪ ঘণ্টার ব্যবধানে ইটবাহী মিনি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে জানে আলম (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তিনি ওই ট্রাকচালকের সহকারী।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্টের সামনে এই ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক জানে আলম ও আহত সহকারী ফোরকান (২৬) বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিজিসি ট্রাস্টের সামনে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকচালক জানে আলম নিহত হন। আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী ফোরকান।

পটিয়া ফায়ার সার্ভিসের সাব–অফিসার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার সকাল ৮টার পর ৯৯৯ থেকে দুঘর্টনার খবর পেয়ে দ্রুত চলে যান। এ সময় ঘটনাস্থল থেকে ইটবাহী মিনি ট্রাকের চালক ও সহকারী দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক জানে আলমকে মৃত ঘোষণা করেন। আহত ফোরকানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেস করে তাঁর বাড়ি পৌঁছে দেন।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট