কক্সবাজারের সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন আটটি রিসোর্টের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এক বিবৃতিতে জানানো হয়, অভিযানকালে সেন্টমার্টিন এলাকায় কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে যেন কেয়াবনের কোন ক্ষতি না হয়, সে বিষয়ে তাদের সতর্ক করা হয়। এছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলা হয়েছে।
পূর্বকোণ/এএস/পারভেজ