২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:২৬ অপরাহ্ণ
সীতাকুণ্ড সংবাদদাতা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুরে সাগরে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ জাল জব্দ শেষে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দেশ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইু্উএনও মো. শাহাদাত হোসেন।
অভিযানকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরতনগর এলাকায় অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারের সময় ৭টি বেহুন্দি জাল ও ৮টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.এনামুল হক এবং এ এস আই রায়হান।
পূর্বকোণ/সৌমিত্র/রাজীব