চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ডে ১৫টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুরে সাগরে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ জাল জব্দ শেষে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দেশ্যে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইু্‌উএনও মো. শাহাদাত হোসেন।

অভিযানকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসরতনগর এলাকায় অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারের সময় ৭টি বেহুন্দি জাল ও ৮টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দীন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.এনামুল হক এবং এ এস আই  রায়হান। 

পূর্বকোণ/সৌমিত্র/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট