চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ২ গ্রুপে গোলাগুলি, অজ্ঞাতনামা যুবক নিহত

কাপ্তাই সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২৩ | ১:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের গভীর জঙ্গলে দুই আঞ্চলিক দল জেএসএস এবং এমএনপি মধ্যে গোলাগুলিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া নামক এলাকার গভীর জঙ্গলে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গংগ্রিছড়াপাড়ার গভীর জঙ্গলে জেএসএস এবং এমএনপির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দিবাগত রাত ১২টার পর ঘটনাস্থল থেকে ৩টি গুলিবিদ্ধ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায় নি। আমরা পরিচয় জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

 

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। তবে কোন কোন দলের মধ্যে সংঘর্ষ হয়েছে জানাতে পারেন নি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট