চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

২৫ জানুয়ারি, ২০২৩ | ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় মোহাম্মদ আবদুর রহিম (৫২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পাহাড়ের মাটি কেটে ইটভাটায় পোড়ানো আইনত অপরাধ। ছনখোলার ইটভাটায় ঠিক সেই অপরাধই করছিলেন আবদুর রহিম। সেখানে অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধের সাথে জড়িত কেএমবি ব্রিকসকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে ফুলতলা বাজারে ৩টি সিএনজি ও ২টি মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি। তাদের সবাইকে সর্তক করা হয়েছে।

 

পূর্বকোণ/খোকন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট