চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইয়াবা পাচার মামলা: মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ

কক্সবাজারে ইয়াবা পাচার ও মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন কক্সবাজারের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আরাকান জেলার আকিয়াব থানার অনডাং এলাকার মৌং সাদুর ছেলে এ খং সা, স্যাং টোয়েংয়ের ছেলে মৌং চোং অং এবং আরাকানের সাই আইকান পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম। তিনি জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা ও মিয়ানমারের ৯ লাখ ৫১ হাজার কিয়াত মুদ্রাসহ তিনজনকে আটক করে কোস্ট গার্ড। এ ঘটনায় ৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় কোস্ট গার্ডের কর্মকর্তা মো. আরশাদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার রায় দেওয়া হয়। দণ্ডিত আসামিদের কাছ থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছেন আদালত।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট