চট্টগ্রাম বুধবার, ২২ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২৪ জানুয়ারি, ২০২৩ | ৯:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ি সংবাদদাতা

রামগড়ে পারিবারিক কলহের জেরে দুলাভাই খুন, শ্যালকসহ আটক ২

খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে দীপক ঘোষ মুন্না (৩৬) নামে এক দুলাভাইকে ইস্পাতের পাইপ দিয়ে আঘাত করে খুন করেছে তার শ্যালক। এই ঘটনায় শ্যালক সাগরসহ আরও একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। পূর্বকোণকে তিনি বলেন, গত সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে দুলাভাই মুন্নাকে ইস্পাতের পাইপ দিয়ে আঘাত করে আহত করে শ্যালক। তাকে রামগড় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি।

ওসি মিজানুর রহমান আরও বলেন, শ্যালক সাগরসহ অপর একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/জহুর/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট