চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাঁশখালীর ঝিরিতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

বাঁশখালী সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৩ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি ধুল্যার ঝিরি এলাকায় নুরুল ইসলাম প্রকাশ দুদুমিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি জঙ্গল চাম্বল গ্রামের আবদুল মোনাফের ছেলে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় কৃষক সবজি ক্ষেতে গেলে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী। পূর্বকোণকে তিনি বলেন, হাতির আক্রমণে চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধুইল্যার ঝিরি পাহাড়ি এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিকে দাফনের জন্য ওই পরিবারকে সহযোগিতা করতে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে। সরকারিভাবে মৃত ব্যক্তির পরিবার ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

 

বাঁশখালী ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা আনিসুর জামান শেখ বলেন, নুরুল ইসলাম বেলা ১১টার দিকে তার জমিতে কাজ করতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়েছেন।

তিনি বলেন, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী দাফন-কাফনের ব্যবস্থা করেছেন।

 

পূর্বকোণ/অনুপম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট