চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে আগুনে পুড়ল ২৫ বসতঘর, ৬০ লাখ টাকার ক্ষতি

সীতাকুণ্ড সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২৩ | ১:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট খাদেমপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি- আগুনে ৫০/৬০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভাটিয়ারি ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের নেভী রোডস্থ এলাকায় দিদার ও বশর কলোনিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখায় মুহূর্তে দুটি কলোনির প্রায় ২৫টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে লোকমান নামে এক মিস্ত্রির নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি এবং নৌবাহিনীর দুটিসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

 

কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট ও চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

 

 

 

পূর্বকোণ/পিআর/এএইচ

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট