২৩ জানুয়ারি, ২০২৩ | ২:০৬ অপরাহ্ণ
সন্দ্বীপ সংবাদদাতা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মাস্টার শাহজাহান দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। একইসঙ্গে তিনি টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে উপজেলার বাউরিয়া ইউনিয়নে পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন মাস্টার শাহজাহান।
পূর্বকোণ/এএস/এসি