চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ১৪ হাজার ইয়াবা নিয়ে অটোরিকশাসহ ৩ যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২১ জানুয়ারি, ২০২৩ | ১১:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১৪ হাজার ইয়াবা নিয়ে অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় নাইট্যং পাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চালক সাবরাং আছারবনিয়ার মৃত মো. আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২০), যাত্রী সাবরাং লেজির পাড়ার সলিমুল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (২৪) এবং টেকনাফ সদরের মিঠা পানির ছড়ার শফিক আহমদের ছেলে মো. ইউনুছ (৩২)।

 

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ
সুপার মো. আবু সালাম চৌধুরী। পূর্বকোণকে তিনি বলেন, আজ বিকেল সোয়া ৫টায় নাইট্যং পাহাড়ের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের শরীর ও সিএনজি অটোরিকশা তল্লাশী করে জব্দ করা হয়েছে ১৪ হাজার পিস ইয়াবাসহ অটোরকিশাটি। এছাড়া তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকাও জব্দ করা হয়।

 

পূর্বকোণ/কাশেম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট