চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গভীর রাতে চরের মাটি কেটে দেড়লাখ টাকা জরিমানা গুনল ট্রাকচালক

সন্দ্বীপ সংবাদদাতা

২০ জানুয়ারি, ২০২৩ | ৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে গভীর রাতে চরের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় মো. লিটন (২৮) নামে এক ট্রাকচালককে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার রহমতপুর ইউনিয়নের মৃত আবুল কালামের ছেলে।

একইসঙ্গে অনাদায়ে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাটিভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

তিনি জানান, অবৈধভাবে চরের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় মাটিভর্তি ট্রাকের চালককে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনাদায়ে তাকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়। জিজ্ঞাসাবাসে লিটন জানিয়েছে, তারা রহমতপুরের পারভেজ থেকে মাটি এনেছে।

 

তিনি আরও জানান, গত ২০ নভেম্বর একইভাবে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু আবারও তার বিরুদ্ধে অভিযোগ আসায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাটি কাটার সিণ্ডিকেটের সঙ্গে জড়িত আরও অনেকের নাম উঠে এসেছে।

এ বিষয়ে জানতে পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট