চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে যানজট-দুর্ঘটনা নিরসনে অভিযান, জরিমানা আদায়

হাটহাজারী সংবাদদাতা

১৮ জানুয়ারি, ২০২৩ | ৬:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে বড়দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় এক দোকান মালিক, এক বাস চালক, একটি টমটম, ৩টি সিনজি চালককে মোট ৬টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

 

তিনি বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে হাটহাজারী মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন এবং স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় এক দোকান মালিক, এক বাস চালক, ১টি টমটম, ৩টি সিনজি চালককে মোট ৬ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারগণ।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট