চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গাড়ি নিবন্ধনে ঘুষ, লুঙ্গি পরে বিআরটিএতে অভিযানে দুদক কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩ | ১২:১১ পূর্বাহ্ণ

সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে রাঙামাটিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে সোমবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা গেছে, অভিযোগের সত্যতা দেখতে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবাপ্রার্থী সেজে ওই কার্যালয়ে যান। পরে দুদকের অন্য সদস্যরা কার্যালয়ে প্রবেশ করেন।

 

অভিযানে নেতৃত্ব দেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু অনিয়ম পেয়েছেন।

দেশের একমাত্র রিকশাবিহীন শহর রাঙামাটি। এখানে একমাত্র গণপরিবহন হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট