চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টেকনাফে বিদেশি মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৩৫ বোতল গ্রান্ড মাস্টার মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর দুইটায় উপজেলার সাবরাং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

গ্রেপ্তার দুইজন হলেন- নোয়াপাড়ার কবির আহমদের ছেলে মো. আরফাত (১৯) এবং মকতুল হোছনের ছেলে মো. আলম (১৮)। তারা দু’জনই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। পূর্বকোণকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে মো. আরফাত ও মো. আলমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে ৩৫ বোতল গ্রান্ড মাস্টার বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট