চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ওষুধ

বোয়ালখালী সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি ফার্মেসিতে মিলেছে মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ওষুধ। ছিলো না ড্রাগ লাইসেন্স। অভিযান চালিয়ে এসব ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

 

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় এবং ড্রাগ লাইসেন্স না থাকায় দশটি ফার্মেসিকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ অননুমোদিত ওষুধ জব্দের পর ধ্বংস করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, রাজু আকন্দ ও বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।

 

পূর্বকোণ/পূজন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট