চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে হলুদ দলের স্ট্যান্ডিং কমিটির দুই সদস্যের পদত্যাগ

চবি প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন হলুদ দলের নীতিনির্ধারণী পর্ষদ স্ট্যান্ডিং কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন- পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী ও আইন বিভাগের অধ্যাপক নির্মল কুমার সাহা।

 

রবিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় হলুদ দলের আহ্বায়কের কাছে পদত্যাগ পত্র জমা দেন তারা। মেয়াদোত্তীর্ণ হওয়ার ৫ বছর পর স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন এই দুই সদস্য।

 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন হলুদ দলের আহবায়ক অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।

 

তিনি বলেন, ‘দুই সদস্য পদত্যাগ পত্রের সফটকপি আমাকে পাঠিয়েছেন। এটা গণতান্ত্রিক পন্থা। যেকেউ পদত্যাগ করতে পারে। আগামীকাল হার্ড কপি হাতে পেলে সার্বিক বিষয়ে কথা বলতে পারবো।’

 

জানা যায়, প্রতি দু’বছর পর পর সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর নির্বাচন হয়নি। ৫ বছর আগে মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন সময় চিঠি দিয়েছেন দলটির সদস্যরা। এতে গত বছরের ১২ নভেম্বরে স্ট্যান্ডিং কমিটির নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে চিঠি দেন ২০১ জন শিক্ষক। এর মধ্যে পদত্যাগ করা এই দুই শিক্ষকের স্বাক্ষরও ছিল।

 

পূর্বকোণ/আরএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট