চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে গাছ কাটার দায়ে বাঁশখালীতে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৭

বাঁশখালী সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে বাঁশখালীর গভীর জঙ্গল থেকে অবৈধভাবে গাছ কাটার দায়ে তিন রোহিঙ্গাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে তিন লাখ টাকার গাছ জব্দ করা হয়।

তারা হলেন- কক্সবাজারের উখিয়া বালুহালিয়া ক্যাম্পের মো. শফির ছেলে মো. আইয়াস (২৫), মৃত আবদুল মজিবের ছেলে মো. আবদুল হাই (৪০), মৃত আবদুল ছালামের ছেলে মো. আবদুল মোনাফ (২৮), লোহাগাড়ার মৃত মো. ইউনুসের ছেলে মো. নুরুল আলম (৪০), মৃত মো. হোসেনের ছেলে মো. বেলাল (৩৫), মৃত মো. আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪২) ও মো. কবির আহাম্মদের ছেলে মো. জাফর আলম (৪৯)।

 

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার চুনতি-জলদী সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ইকোপার্ক (ভারপ্রাপ্ত) রেঞ্জ কর্মকর্তা আনিসুর জামান শেখ। তিনি বলেন, গভীর জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়েছে বনবিভাগ। এ সময় তিনলাখ টাকার গাছসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট