চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শর্ট সার্কিট থেকে আগুন, পেকুয়ায় ২টি বসতঘর পুড়ে ছাই

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৩ | ৯:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুড়ে গেছে দুই সহোদরের বসতবাড়ি। ভুক্তভোগীদের দাবি, আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সদরের ছিরাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। পরে তা একই বাড়ির দুটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন, আগুনে পাঁচ ভরি স্বর্ণ, নগদ দু’লাখ ৩০ হাজার টাকা, আসবাবপত্রসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট