চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে’ টেকনাফে ৬ রোহিঙ্গাকে অপহরণ

টেকনাফ সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৩ | ৮:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে ছয় রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ উঠেছে। তাদের পরিবারের দাবি, ‘সন্ত্রাসীরা অপহৃতদের জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।’

অপহৃতরা হলেন- মো. ফরোয়াজ (৩৩), মো. জোহার (৩৭), মো. নুর (৩৫), নুরুল হক (৩২), জাহিদ হোসেন (৩৬) ও মো. ইদ্রিস (৩০)। তারা সবাই উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-১৬ এর পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

 

তিনি বলেন, শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে ছয় রোহিঙ্গাকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। রাত ১২টায় তাদের জিম্মি করে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় আমাদের অভিযান চলছে।

তিনি আরও বলেন, গত চার মাসে টেকনাফে ৩১ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ২০ জন স্থানীয় বাসিন্দা।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট