চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

শীতার্ত মানুষের পাশে ‘রক্তের সন্ধানে বাঁশখালী’

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৩ | ৯:৩৯ অপরাহ্ণ

হাড় কাঁপানো শীতের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে একটু উষ্ণতার আমেজ ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী।

শুক্রবার (১৩ জানুয়ারি) সরকারি আলাওল কলেজ মাঠে সংগঠনের এডমিন বোরহান উদ্দিন টিপুর সঞ্চালনায় প্রতিষ্ঠাতা এডমিন মোরশেদুল আলমেরর সভাপতিত্বে শীতার্ত মানুষের মাঝে ২ পার্টের কম্বল বিতরণ করেন সংগঠনটি।

 

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন এম আর সি মিসকাত, এডমিন কায়সার হামিদ, কার্যকরী সদস্য বেলাল চৌধুরী, আরিফুল ইসলাম, সিফাত ও মনির উল্লাহ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারা প্রতিনিয়ত মানুষকে রক্ত যোগাড় করে দেয়াসহ নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করেন সংগঠনটির মাধ্যমে। তারা সুবিধাবঞ্চিত মানুষদের ঈদবস্ত্র, শীতবস্ত্র এবং আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান করছে সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন (৭ এপ্রিল ২০১৮ সাল) থেকে। এছাড়াও করোনা মহামারীর মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে রক্তের সন্ধানে বাঁশখালী।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট