১৩ জানুয়ারি, ২০২৩ | ৩:১৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় দাম্পত্য কলহের জেরে মো. রিদুয়ানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্ত্রী রুমি আক্তারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি উপজেলার বাজারপাড়া ইউনিয়নের মৃত মো. তাজুর মেয়ে।
বুধবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের মিঠাছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী (মিডিয়া) পরিচালক মো. ন‚রুল আবছার। তিনি বলেন, গত ২৭ ডিসেম্বর দাম্পত্য কলহের জেরে রিদুয়ানকে শ্বাসরোধে হত্যা করেন রুমি। পরে কম্বল দিয়ে ঢেকে দরজায় তালা লাগিয়ে তিনি পালিয়ে যান। পরে রিদুয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করে তার পরিবার। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রুমিসহ ৮-১০ জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, স্বামীকে হত্যার পর মিরসরাইয়ের মিঠাছড়া এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপন করে রুমি। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত ২৮ আগস্ট লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে মো. মালেক (৪৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় করা মামলায় রুমি আক্তার গ্রেপ্তার হয়েছিল। পরে ১৭ অক্টোবর জামিনে মুক্তি পেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেসব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার বিবাদ লেগে থাকতো।
পূর্বকোণ/এএস/এএইচ