চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে স’মিলে ভয়াবহ আগুন

নানিয়ারচর সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাঠের স’মিলে ভয়াবহ অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, আগুনে আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার টিএন্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাঠের মিলে আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাদের সঙ্গে উপজেলা সেনাজোন যোগ দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা কেউ হতাহত হয়নি।

মিলের মালিক লালন বিকাশ চাকমা জানান, আগুনে আমার আনুমানিক ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নানিয়ারচর সেনাজোনের এক কর্মকর্তা জানান, দুর্গম নানিয়ারচরে আসতে ফায়ার সার্ভিসের সময় লাগে। তারা আসার আগপর্যন্ত স্থানীয়রদের সঙ্গে আমরা আগুন নেভাতে সহায়তা করি।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট