চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পারকি সৈকতের মাটি কেটে বাঁধ নির্মাণ, জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত থেকে মাটি কেটে ব্যক্তিগত জমির বাঁধ নির্মাণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

 

বুধবার (১১ জানুয়ারি) রাতে পারকি সমুদ্র সৈকতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, সৈকত থেকে মাটি কেটে ব্যক্তিগত জমির বাঁধ নির্মাণ করছিল এক ব্যক্তি। এতে সৈকতের সৌন্দর্য হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকত এলাকা। মাটি কাটার দায়ে রায়পুর ইউনিয়নের মোহাম্মদ ফারুক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর জব্দ ও দুইজন চালককে আটক করা হয়েছে। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট