চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীর দুদু মিয়া হত্যা : স্ত্রীর মামলা, সহকর্মীদের মানববন্ধন

বাঁশখালী সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৩ | ৭:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে দুদু মিয়া সরকার (৩৮) হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা মামলা করেছে। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের সহকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মামলার এজাহারে বলা হয়, দক্ষিণ বাঁশখালী এলাকায় একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধির কাজ করতেন দুদু মিয়া। গত মঙ্গলবার রাতে কাজ শেষে চাম্বল ইউনিয়নের স্কুল সড়কের ভাড়াবাসায় ফেরার পথে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় দুদু মিয়ার বুক, পিঠ, হাত ও কোমরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে জড়িত সন্দেহে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট