চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিমাণে কম দিয়ে জরিমানা গুনল কেরানীহাটের নেজাম উদ্দীন ফিলিং স্টেশন

সাতকানিয়া সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৩ | ১১:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পরিমাপে কম জ্বালানি তেল দেয়ায় কেরানীহাটের নেজাম উদ্দীন ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

একই অভিযানে বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকায় মেসার্স এম আলী মেজর ফ্লাওয়ার মিলকে ২৫ হাজার, ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই ভেরিফাইড না থাকায় মেসার্স খাজা স্টিল কর্পোরেশনকে ২০ হাজার টাকা, মহাসড়কের পাশে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সাতকানিয়া ট্রেডিং এজেন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো, অবৈধ পার্কিং ইত্যাদি অপরাধে ৪টি সিএনজি অটোরিকশা, দুটি মোটরসাইকেল, একটি মাইক্রো বাসের চালককে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং এসব অপর্কমের সাথে জড়িতদের সতর্ক করা হয়েছে।

 

পূর্বকোণ/ইকবাল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট