চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাফিক আইন না মেনে বাইক চালানোয় সীতাকুণ্ডে ৫ জনকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৩ | ৮:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাফিক আইন না মেনে মোটরসাইকেল চালানোয় ৫ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌরসদরের উত্তর বাইপাস সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

 

পূর্বকোণকে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বারবার প্রাণহানি ঘটছে। যার বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়। মাথায় হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালালে দুর্ঘটনায় এত প্রাণহানি হতো না। তাই চালকদের জীবন রক্ষায় হেলমেট ব্যবহারে সচেতন করতে বিকাল ৪টা থেকে এক ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হেলমেট ব্যবহার না করায় ৫ জন চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছি।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট