চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মধ্যরাতে অভিযানে বালু উত্তোলন বন্ধ, সীতাকুণ্ডে এস্কেভেটর ও ট্রাক জব্দ

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৩ | ২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) গভীর রাতে কুমিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

 

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রিতে জড়িত চক্রের সদস্যরা।

 

জানা যায়, শুক্রবার ১২টার দিকে সাগর থেকে বালু উত্তোলন করে কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ডে জড়ো করা হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সেখানে অভিযান চালান।

 

তিনি বলেন, একটি অসাধু চক্র রাতের আঁধারে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা জাহাজ ভাঙার কারখানায় স্তুপ করে রাখছে। পরে সেখান থেকে এস্কেভেটরের মাধ্যমে ট্রাক ভর্তি করে ভরাটকাজসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। বিষয়টি জানতে পেরে মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে জড়িতরা পালিয়ে গেলেও বালু ভরাট কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। বালু উত্তোলন ও বিক্রি কাজে জড়িত চক্রের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট