চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ৩ বসতঘরে বন্যহাতির তাণ্ডব

বাঁশখালী সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৩ | ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে ৩ বসতঘরে তাণ্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় ঘরে থাকা নারী-পুরুষরা ঘরের ছাদে উঠে ও ঘরের কোনে লুকিয়ে নিজেদের রক্ষা করে।

 

শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে বৈলগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাউদ্দীন কামাল বলেন, পাহাড়ে খাবারের সংকটের কারণে হাতিগুলো বাণীগ্রাম এলাকার রনধীর চৌধুরী, শ্রী হরি দে ও বৈলগাঁও গ্রামের আবদুল মুবিনের বসতঘরে দরজা-জানালা ভাঙচুর করেছে। এর আগেও হাতি সাধনপুর পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে ধান, চাল, বসতবাড়ির ক্ষতি করেছে। হাতির আক্রমণে ৪ জন মারাও গেছে।

 

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পাহাড়ি এলাকায় খাবার সংকটে হাতি খাবারের সন্ধানে লোকালয়ে আসতে শুরু করেছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বলেন, বন্যহাতির আক্রমণে মানুষের কোন ক্ষতি হয় নি। ওই সময় পরিবারের সদস্যরা নিরাপদে ছিল বলে জানা গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট