চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পোড়া গন্ধে ভাঙলো ঘুম, দোকানসহ ৫ ভাইয়ের ঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড সংবাদদাতা

৪ জানুয়ারি, ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একইসঙ্গে পার্শ্ববর্তী আরও তিনটি দোকান পুড়ে যায়।

বুধবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, ভোরে আগুনের পোড়া গন্ধে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমাদের পাঁচ ভাইয়ের ঘর ও পাশের কয়েকটি দোকান আগুনে দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এলেও এর আগেই ঘর ও দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব হারিয়ে নিঃস্ব আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি।

 

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতিন্দ্রলাল ত্রিপুরা বলেন, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচ বসতঘর ও তিনটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। এ সময় তিনি নিঃস্ব  পরিবাগুলোর পাশে থাকার ঘোষণা দেন। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট