চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, আনোয়ারায় পুড়ল ৬টি ঘর

আনোয়ারা সংবাদদাতা

৪ জানুয়ারি, ২০২৩ | ৭:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের তাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আশপাশের কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কালা মিয়া বাড়ির ছয়টি ঘর পুড়ে গেছে। পরে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বলেন, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইউএনও’র সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কামরুল হাসান জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট