৪ জানুয়ারি, ২০২৩ | ১:৪৯ অপরাহ্ণ
বোয়ালখালী সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সু নু মারমা।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক দুই লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আগুনে সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাঁচা মিয়ার বসতঘর পুড়ে গেছে। ভোরে আগুন লাগায় কিছু রক্ষা করতে পারেন নি তারা।
পূর্বকোণ/আরএ/এএইচ