২ জানুয়ারি, ২০২৩ | ৬:২২ অপরাহ্ণ
টেকনাফ সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এসব মাদক উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবি টেকনাফ—২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় মিয়ানমার থেকে একটি নৌকা দেশে প্রবেশ করছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায় পাচারকারীরা। পরে নৌকা থেকে একটি বস্তা জব্দ করা হয়; যার মধ্য থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ