চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্য আটক

কক্সবাজার সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২২ | ১০:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯ ও ৩০ ডিসেম্বর) রাতে চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটক ব্যক্তিরা হলেন- চকরিয়ার হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামার সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

 

তিনি জানান, কক্সবাজার গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ায় অভিযান চালায়। এসময় ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করেন। প্রাথমিক তদন্তে তারা আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন স্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।

 

পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট