চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, রাউজানে দুই ফার্মেসিকে জরিমানা

রাউজান সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২২ | ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রমের রাউজানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে দুই ফার্মেসি কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌণে ১২টায় রাউজান সদরের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আবদুস সামাদ শিকদার।

 

তিনি বলেন, দুটি ফার্মেসি থেকে অভিযানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এ সময় সাধনা ড্রাগ হাউসকে ৩০ হাজার টাকা, মদিনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন রাজু আকন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন, তসলিম উদ্দিন প্রমুখ।

 

পূর্বকোণ/আর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট