চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মানিকছড়িতে ১২ লাখ টাকার কাঠ জব্দ করল সেনাবাহিনী

মানিকছড়ি সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৭ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জমায়েত করা বিভিন্ন প্রজাতির প্রায় ৭০০ ঘনফুট কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার পান্নাবিল এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেন উপজেলার গাড়িটানা বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী। পূর্বকোণকে তিনি বলেন, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্নাবিল এলাকায় অভিযান চালায় মানিকছড়ি সেনাক্যাম্প। এসময় পরিত্যক্ত অবস্থায় সেগুন, গামারী (গোল কাঠ) কাঠের রদ্দা (টুকরো) জব্দ করা হয়। যার পরিমাণ আনুমানিক ৭০০ ঘনফুট। এসব কাঠের বাজারমূল্য ১২ লাখ টাকা।

তিনি আরও বলেন, পরে রাতে এসব কাঠ গাড়িটানা বনবিভাগে সংরক্ষণ করা হয়। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/রবিউল/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট